Friday, February 1, 2019

আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত ঘনচিনি!


জনসচেতনতা জরুরি!
আইসক্রিম বানাতে চিনির ব্যবহার নাই। স্যাকারিন চালু ছিল, এখন তাও বাদ। শুধু বিষাক্ত ঘনচিনি। রং, অ্যারারোট, কাপড়ের রং, সাইট্রিক এসিড, বিভিন্ন ফ্লেভার হল উপাদান।
- এত বেশি ঘনচিনি তো আগে দেখি নাই, কই পেলেন?
- জানি না মালিক জানে।
- প্লেইন চিনিতে সমস্যা কি?
- পড়তা পড়ে না (পোষায় না)।
- মানে?
- সামান্য ঘনচিনি কেজি কেজি নরমাল চিনির সমান এ জন্য মিশাই।
- এটা ক্ষতিকর জানেন?
- মালিক বলে তাই মিশাই এই তো।
কাপ আইসক্রিম তো দেখতে পোলার ইগলুর কাপের মত, প্রথম দেখে তো ভাবলাম পোলার কিনা।
হাসি....

সূত্র: ভ্রাম্যমাণ আদালত। স্থান-দেলি বাজার, ছোট কুমিরা, সীতাকুন্ড, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment