জনসচেতনতা জরুরি!
আইসক্রিম বানাতে চিনির ব্যবহার নাই। স্যাকারিন চালু ছিল, এখন তাও বাদ। শুধু বিষাক্ত ঘনচিনি। রং, অ্যারারোট, কাপড়ের রং, সাইট্রিক এসিড, বিভিন্ন ফ্লেভার হল উপাদান।
- এত বেশি ঘনচিনি তো আগে দেখি নাই, কই পেলেন?
- জানি না মালিক জানে।
- প্লেইন চিনিতে সমস্যা কি?
- পড়তা পড়ে না (পোষায় না)।
- মানে?
- সামান্য ঘনচিনি কেজি কেজি নরমাল চিনির সমান এ জন্য মিশাই।
- এটা ক্ষতিকর জানেন?
- মালিক বলে তাই মিশাই এই তো।
কাপ আইসক্রিম তো দেখতে পোলার ইগলুর কাপের মত, প্রথম দেখে তো ভাবলাম পোলার কিনা।
হাসি....
সূত্র: ভ্রাম্যমাণ আদালত। স্থান-দেলি বাজার, ছোট কুমিরা, সীতাকুন্ড, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিন।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment